Facebook Twitter Gplus RSS
Home Uncategorized আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত
formats

আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত

Published on October 8, 2014 by in Uncategorized

৭ অক্টোবর ২০১৪ মঙ্গলবার মেরুল বাড্ডাস্থ আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি ।আলোচনায় অংশ নেন ডা. অসীম রজ্ঞন বড়ুয়া, অশোক বড়ুয়া, ভিক্ষু সুনন্দপ্রিয়, প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া, বিধান বড়ুয়া মিলু প্রমূখ ।মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির ভাষণে বলেন, “সহিংসতা জঙ্গীবাদের দিন শেষ হয়েছে এখন অহিংস বাংলাদেশ গড়ে তুলবো।এবারে দূর্গা পূজা, ঈদুল আযহা শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে ,কোন ঘটনা ঘটতে দেয়নি আইন শৃঙ্খালা বাহিনী সদা সর্তক অবস্থানে রয়েছে।রামু’র ঘটনা দু:খজনক , আমরা অপরাধীকে চিহিনত করেছি; কোন নিরপরাধ মানুষ যাতে শাস্তি না পায় আমরা সর্বোচ্চ সর্তকতার মাধ্যমে বিচারের ব্যবস্থা নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ বিবেচনায় না রেখে একটি অহিংস ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছে। এখানে আমাদের সরকারের সফলতা।কোন জঙ্গী,বিচ্ছিন্নতাবাদীর স্থান এদেশে হবে না। এখান থেকে গিয়েও কোন দেশে জঙ্গীবাদ করবে এটাও হবেনা। হিংসা বিদ্বেষ পরিহার করে অহিংস রাজনীতি করতে হবে।“

সন্ধ্যে ৭ টায় বিশেষ আর্কষণ আকাশে ফানুস উত্তোলনের তিনি শুভ উদ্ধোধন করেন ।

 
 Share on Facebook Share on Twitter Share on Reddit Share on LinkedIn
Comments Off  comments 
© 2013 Bangladesh Buddhist Federation
Powered by attraBiT Technologies & Solutions Ltd