Facebook Twitter Gplus RSS
Home Uncategorized প্রয়াত শান্তপদ মহাথেরর ২৭তম মৃত্যবার্ষিকী ও ত্রৈমাসিক বর্ষাবাষিক মহাসংঘদান সম্পন্ন
formats

প্রয়াত শান্তপদ মহাথেরর ২৭তম মৃত্যবার্ষিকী ও ত্রৈমাসিক বর্ষাবাষিক মহাসংঘদান সম্পন্ন

Published on August 24, 2014 by in Uncategorized

গত ২২ আগস্ট ২০১৪ ,শুক্রবার সকাল নয়টায় আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত শান্তপদ মহাথেরর ২৭তম মৃত্যবার্ষিকী ও উপাসক উপাসিকাদের ত্রৈমাসিক বর্ষাবাষিক মহাসংঘদান বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যেগে মেরুল বাড্ডাস্থ আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারে অনুষ্টিত হয়।

এ উপলক্ষে শান্তপদ মহাথেরর কর্মময় জীবন ও সর্দ্ধমের বিস্তৃতি’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের।আলোচনায় অংশ নেন আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয়, নবশালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথের, প্রফেসর ডা. অসীম রঞ্জন বড়ুয়া,মি. অশোক বড়ুয়া, ড. সুকোমল বড়ুয়া , মি. ডি পি বড়ুয়া , মি. শাক্যপ্রিয় বড়ুয়া , মি. কিশোর কুমার বড়ুয়া, মি. পুণ্যবর্ন্ধন বড়ুয়া , মি. কল্যাণমিত্র বড়ুয়া প্রমূখ।বক্তাগণ শান্তপদ মহাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন। বিপুল সংখ্যক দায়ক দায়িকা তথা উপাসক উপাসিকা যথা সময়ে উপস্থিত ছিলেন ।সভা পরিচালনা করেন মি. রাহুল বড়ুয়া ।

 
 Share on Facebook Share on Twitter Share on Reddit Share on LinkedIn
Comments Off  comments 
© 2013 Bangladesh Buddhist Federation
Powered by attraBiT Technologies & Solutions Ltd